ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূরক শুল্ক (এসডি) বৃদ্ধির সিদ্ধান্তকে "অসংবেদনশীল" বলে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)-এর সভাপতি এইচ. এম. হাকিম আলী।
এইচ. এম. হাকিম বলেন,‘আমরা হতবাক হয়েছি যে কতটা অসংবেদনশীলভাবে সম্পূরক শুল্ক (এসডি) বাড়ানো হয়েছে।
তিনি বলেন, কোনো প্রগতিশীল অর্থনীতিতে রাজস্ব সংগ্রহে সম্পূরক শুল্ক (এসডি)-এর কার্যকারিতা নিশ্চিত করতে পরোক্ষ করের পাশাপাশি সরাসরি কর সংগ্রহের জন্য একটি সুস্পষ্ট কৌশল থাকা জরুরি। আমরা সরাসরি কর সংগ্রহের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে পাইনি।
হাকিম আলী আরও বলেন, যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) রয়েছে কিন্তু তারা
সঠিক পথ অনুসরণ করে কর প্রদান করেন না, তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণের কৌশল প্রস্তাবিত হয়নি, যা জবাবদিহিতার অভাবকে নির্দেশ করে।
‘এই পদ্ধতি, যেখানে সরাসরি করকে উপেক্ষা করে পরোক্ষ করকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’
শিহাব