ছবি: সংগৃহীত
বাংলাদেশ দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছে। সম্প্রতি দেশের রাজনৈতিক অস্থিরতা সেই সংকট আরও তীব্র করেছে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজস্ব আদায় ব্যবস্থায় ব্যাপক সংস্কার, রফতানি পণ্যের বৈচিত্র্য আনয়ন, সঠিকভাবে সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যকর করা, পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা সম্ভব।
বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্দরমিত গিল বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সংকটজনক অবস্থায় রয়েছে। তিনি সরকারের নীতিনির্ধারকদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে অর্থনীতির গতি পুনরুদ্ধার করা যায়। তাঁর মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তবে সংকট মোকাবিলায় আরও জরুরি পদক্ষেপ প্রয়োজন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের মূল খাত তৈরি পোশাক শিল্প। কিন্তু ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোতে অর্থনৈতিক মন্দার কারণে পোশাকের চাহিদা কমে গেছে, ফলে রপ্তানি আয় হ্রাস পাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।
অক্টোবর মাসে আইএমএফ এক প্রতিবেদনে বলেছিল, রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশে নেমে আসতে পারে। বিশ্বব্যাংকও তাদের সঙ্গে একমত হয়ে জানিয়েছে, এই প্রবৃদ্ধির হার হতে পারে ৪.১ শতাংশ।
নাহিদা