ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সঞ্চয়পত্রে সর্বনিম্ন মুনাফা ১২ দশমিক ২৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৯, ১৬ জানুয়ারি ২০২৫

সঞ্চয়পত্রে সর্বনিম্ন মুনাফা ১২ দশমিক ২৫ শতাংশ

.

প্রথমবারের মতো বাজার ভিত্তিক সুদহারের সঙ্গে সমন্বয় করে জাতীয় সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী নতুন সুদহার সর্বনিম্ন ১২ দশমিক ২৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১২ দশমিক ৫৫ শতাংশ হবে। তবে বাজারভিত্তিক সুদহার পরিবর্তন হলে সঞ্চয়পত্রের সুদহারও পরিবর্তন হবে বলে জানা গেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হলেও চলতি সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সূত্রে এমনটা জানা গেছে।  
সূত্রটি জানায়, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) একটি সুপারিশ পাঠানো হয়েছে। ১ জানুয়ারি বা তার পরে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন তাদের জন্য সুপারিশে উল্লেখ করা নতুন সুদহারই কার্যকর করা হবে। তবে যারা এর আগে সঞ্চয়পত্র কিনেছেন তাদের জন্য আগের নির্ধারিত সুদহারই বহাল থাকবে।
সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ৫ বছর মেয়াদি ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদহার অনুযায়ী করা করা হচ্ছে। এ দুই ধরনের ট্রেজারি বন্ডের সর্বশেষ ছয়টি নিলামকে বিবেচনায় নিয়ে নতুন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট এই পাঁচ ধরনের সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। 
বর্তমানে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের ১৫ লাখ টাকা, ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা এবং ৩০ লাখ ১ টাকার বেশি এই তিন ধাপ রয়েছে। নতুন মুনাফার হারে বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হচ্ছে। প্রথম ধাপ ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী। আর দ্বিতীয় ধাপটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারী। চলতি বছরের ১ জানুয়ারি বা তার পরে পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা বা তার কম বিনিয়োগ করা বিনিয়োগকারীরা সাড়ে ১২ শতাংশ হারে মুনাফা পাবেন। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগকারীরা মুনাফা পাবেন ১২ দশমিক ৩৭ শতাংশ হারে। 

×