ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

দ্রুত এফবিসিসিআই নির্বাচনের দাবি সম্মিলিত ব্যবসায়ী পরিষদের

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:২২, ১২ জানুয়ারি ২০২৫

দ্রুত এফবিসিসিআই নির্বাচনের দাবি সম্মিলিত ব্যবসায়ী পরিষদের

সংস্কার করে দ্রুত এফবিসিসিআই নির্বাচনের দাবি

সংস্কার করে দ্রুত এফবিসিসিআই নির্বাচনের দাবি করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। এছাড়া শতাধিক পণ্যে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর সমালোচনা করে ব্যবসায়ীরা এ অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা বলছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি ঝুঁকের মুখে পড়বে। শুধু তাই নয়, ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগে উৎসাহিত হবেন না। ইতোমধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। 
রবিবার বিকেলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক ও সংগঠনটির সাবেক সহসভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এফসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সংগঠনটির সাবেক সহসভাপতি নিজাম উদ্দিন রাজেশ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমির হোসেন নূরানী,  হাজী আবুল হাশেম, সৈয়দ মো. বকতিয়ার হোসেন, ইসহাকুল হোসেন সুইট ও অন্যান্য নেতৃবৃন্দ।

মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ী ও অর্থনীতির স্বার্থেই দ্রুত সংস্কার করে এফবিসিসিআই নির্বাচন দিতে হবে। নির্বাচিত পরিচালনা পর্ষদ না থাকায় ব্যবসায়ীরা তাদের সমস্যাগুলো সুনির্দিষ্ট ফোরামে তুলে ধরতে পারছে না। ভ্যাট- ট্যাক্স বাড়ানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা দরকার ছিল। 
কিন্তু এফবিসিসিআইতে নির্বাচিত বোর্ড না থাকায় অংশীজনদের সঙ্গে বৈঠক ছাড়াই ভ্যাট ও ট্যাক্স বাড়ানো হয়েছে, যা যৌক্তিক হয়নি। তিনি বলেন, দেশের সাড়ে পাঁচ কোটি ব্যবসায়ী অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। এজন্য ব্যবসায়ীদের সঙ্গে বসতে হবে, আমাদের কথা শুনতে হবে। নিজাম উদ্দিন রাজেশ বলেন, নতুন আরেক সিদ্ধানের ফলে ব্যবসায়ীরা ঋণ খেলাপি হয়ে যাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনা করে তিনি বলেন, ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ছয়মাসের জায়গায় তিনমাস করা হয়েছে। এটা ঠিক হয়নি। কিস্তি পরিশোধের মেয়াদ একবছর করা হউক যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের অর্থনীতির চাকা সচল রাখতে পারেন। তিনি দ্রুত এনবিআর ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকের আয়োজন করার অনুরোধ জানান। অন্যথায় অর্থনীতি বিপর্যের মুখে পড়বে, ব্যবসায়ীরা খেলাপি হয়ে পড়বেন।

এ সময় প্রশাসক বলেন, আমরা দ্রুত নির্বাচন দিতে প্রস্তুত আছি। মূল সংস্কারের ব্যাপারে সবাই মোটামুটি একমত হয়েছেন। ভ্যাট ও ট্যাক্সের বিষয়ে তিনি জানান, শীঘ্রই ব্যবসায়ীদের নিয়ে আমরা এনবিআর  ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক করব।

×