গত ৬ মাসে বাংলাদেশের রেমিট্যান্স আয় বেড়েছে ৩ বিলিয়ন ডলার। একই সময়ে রফতানি খাতেও এসেছে ২.৫ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ’- এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গভর্নর বলেন, প্যানিকড হওয়ার মতো কিছু হয়নি। এখনও আমাদের কেন্দ্রীয় ব্যাংকে ৪ মাসের রিজার্ভ রয়েছে। তবে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। টাকা পাচার রোধ ও ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের নেওয়া পদক্ষেপের কারণে অর্থনীতি এখন মোটামুটি স্থিতিশীল অবস্থানে রয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে ড. আহসান বলেন, প্রবাসীদের মধ্যে রাজনৈতিক বিভাজন এখন সবচেয়ে বড় সংকট। এ বিভাজন দূর করে সবাইকে দেশের পক্ষে লবিং করতে হবে। তা না হলে রাজনৈতিকভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো অসম্ভব হবে।
উল্লেখ্য, সেন্টার ফর এনআরবি আয়োজিত এই সম্মেলনে দেশে ও বিদেশে কর্মরত বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং কূটনীতিকরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন ও ব্র্যান্ডিং নিয়ে আলোচনার মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হয়।
রিফাত