বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ ঊর্ধ্বগতি দেখা গেছে, যা বড় দরপতনের পরপরই ঘটেছে। একদিনের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১৯ দশমিক ৬৬ ডলার। এ প্রবণতার ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ৬৯৮ দশমিক ৯৪ ডলার। এর আগে, ৩০ ডিসেম্বর স্বর্ণের দাম ছিল ২ হাজার ৫৯৯ ডলার। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৯৯ ডলারের বেশি বেড়েছে।
স্বর্ণের দাম নির্ধারণে কাজ করে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। কমিটির একজন সদস্য জানান, বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতির কারণে দেশের বাজারেও দাম বাড়ানো অনিবার্য হয়ে উঠছে।
তিনি আরও বলেন, “স্বর্ণের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের অবস্থার ওপর নির্ভর করা হয়। স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দামের পরিবর্তন অনুযায়ী স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববাজারের দাম সরাসরি পাকা স্বর্ণের দামে প্রভাব ফেলে।”
এই পরিস্থিতি ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ স্বর্ণ বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত।
রাজু