ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

প্যানিক হওয়ার কিছু নাই, ৪ মাসের রিজার্ভ হাতে আছে: গভর্নর

প্রকাশিত: ২০:০৯, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:১০, ১১ জানুয়ারি ২০২৫

প্যানিক হওয়ার কিছু নাই, ৪ মাসের রিজার্ভ হাতে আছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চার মাসের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও রয়েছে এবং রেমিট্যান্স প্রবাহের উন্নতি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

শনিবার (১১ জানুয়ারি) সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশ বিশ্ব কনফারেন্স সিরিজ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গভর্নর জানান, দুর্নীতি ও অর্থপাচার বন্ধে নেওয়া কার্যকরী পদক্ষেপের ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং প্রবাসীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।

পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে অগ্রগতি সম্পর্কে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে লোপাট হওয়া অর্থের ৮০ শতাংশ ইতোমধ্যেই ফেরত আনা হয়েছে। বাকি অর্থ ফেরত আনতে নিউইয়র্ক কোর্টে মামলা চলছে। আনুমানিক ৬০০ কোটি টাকা পুনরুদ্ধারের লক্ষ্যে বিদেশি আইনজীবী নিয়োগের পরিকল্পনাও রয়েছে। এছাড়া প্রবাসীদের সহযোগিতার মাধ্যমেও অর্থ ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

রেমিট্যান্স ও রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি সম্পর্কে তিনি জানান, গত পাঁচ মাসে রেমিট্যান্স প্রবাহ তিন বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি রপ্তানি আয় বেড়েছে ২.৫ বিলিয়ন ডলার। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে এই প্রবৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশে অর্থ পাচার ও লুটপাটের ঘটনা উল্লেখ করে গভর্নর বলেন, এসব সমস্যার কারণে মানুষ ব্যাংক ব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে। তবে সঠিক ব্যবস্থাপনা, আইনের কঠোর প্রয়োগ এবং নৈতিক মান উন্নয়নের মাধ্যমে জনগণের এই আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে। ভেঙে পড়া ব্যাংকগুলোকে পুনর্গঠন করে কার্যকর অবস্থায় আনার উদ্যোগ চলছে।

বিদেশে অবস্থানরত প্রবাসীদের সহযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে গভর্নর বলেন, প্রবাসীরা বাংলাদেশি, তারা আওয়ামী লীগ কিংবা বিএনপি নয়। রাজনৈতিক বিভাজন এড়িয়ে জাতীয় স্বার্থে লবিং করা প্রয়োজন।

গভর্নর আরও উল্লেখ করেন, যারা অর্থ নিয়ে পালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিদেশি সহযোগিতায় অর্থ ফেরত আনার কাজ চলছে। বর্তমানে চার মাসের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিক দিকনির্দেশনায় অর্থনীতি দ্রুতই শক্তিশালী হবে।

রিফাত

×