ছবি: সংগৃহীত
নতুন টাটকা সবজিতে ভরে গেছে বাজার। এতে কমেছে দাম। আগের চেয়ে কমেছে মাছের দামও।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বড় ফুলকপি বিক্রি হচ্ছে ২০ টাকায়, লম্বা বেগুন প্রতি কেজি ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, টমেটো ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, শালগম ৩০ টাকা, ঝিঙা ৬০ টাকায় ও পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকায়। এছাড়া প্রতি কেজি মুলা ২০ টাকা, গাজর ৬০ টাকা, করলা ৬০ টাকা, শসা ৫০ টাকা, বিচি যুক্ত শিম ৬০ টাকা, সাধারণ শিম ৩০ টাকা, নতুন আলু ৪০ টাকা, নতুন লাল আলু ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা এবং মিষ্টি কুমড়া ২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা একজন ক্রেতা বলেন, বর্তমান বাজারে অন্যান্য জিনিসের তুলনায় সবজি কিনে স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে।
একজন সবজি বিক্রেতা বলেন, ক্রেতারা ব্যাগ ভরে সবজি কিনে নিয়ে যাচ্ছে। বাজারে টাটকা সবজির সরবরাহ অনেক বেশি।
ধারণা করা হচ্ছে এই শীতে সবজি কম দামেই পাওয়া যাবে।
সকাল থেকেই রাজধানীর মাছের বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ মাছ রয়েছে। মাছের দামও আগের তুলনায় কম। বাজারগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক সপ্তাহ আগেও ২০০ টাকার নিচে কোনো মাছ ছিল না। কিন্তু আজকের বাজারে বেশ কিছু মাছের দাম মধ্য-নিন্মবিত্ত ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে।
তবে এ নিয়ে ক্রেতাদের দাবি, বিক্রেতারা সিন্ডিকেট করে হুটহাট দাম বাড়িয়ে দেয়।
শিলা ইসলাম