ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সামরিক খাতে আসছে নতুন বিনিয়োগ!

প্রকাশিত: ২২:৩৮, ৯ জানুয়ারি ২০২৫

সামরিক খাতে আসছে নতুন বিনিয়োগ!

তুরস্ক বাংলাদেশের সামরিক খাতে বিনিয়োগ করতে চায় এবং এনার্জি, শিল্প খাত ও অবকাঠামো উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে শিগগিরই দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

বর্তমানে বাংলাদেশ তুরস্কে বছরে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, বিপরীতে আমদানি হয় প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের পণ্য। তবে রপ্তানির তুলনায় আমদানি কম হওয়ার ফলে গত বছর তুরস্কের রপ্তানি ৩০% বৃদ্ধি পেয়েছে। তবুও, দুই দেশের বিশাল জনসংখ্যার তুলনায় বাণিজ্য সম্পর্ক এখনও সন্তোষজনক নয়। এই সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে তুরস্কের বাণিজ্যমন্ত্রীসহ প্রায় ৫০ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শেখ বশির উদ্দিন।

বৈঠকে খাদ্য, সামরিক খাত, স্বাস্থ্য, শিল্প, কারখানা, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল এবং গার্মেন্টসসহ বিভিন্ন খাতে রপ্তানি ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। তুরস্কের বাণিজ্যমন্ত্রী বিশেষ করে সামরিক খাত এবং এনার্জি, শিল্পায়ন, মেশিনারি, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার জন্য আইটি সেক্টরসহ অন্যান্য সম্ভাবনাগুলোর উন্নয়ন এবং বাস্তবায়নের উপায়গুলো নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

রাজু

×