ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আকুর বিল

আন্তর্জাতিক দেনা শোধে রিজার্ভে চাপে বাংলাদেশ

প্রকাশিত: ২১:১৮, ৯ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক দেনা শোধে রিজার্ভে চাপে বাংলাদেশ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান।

তিনি জানান, বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বর্তমানে ২৪.৯ বিলিয়ন ডলার, তবে আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী এটি ২০ বিলিয়ন ডলার। এর আগে, ৮ জানুয়ারি গ্রস রিজার্ভ ছিল ২৬.৫৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২১.৬৭ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, আকু একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৯টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়। প্রতি দুই মাস অন্তর এই লেনদেনের অর্থ পরিশোধ করা হয়।

 

রাজু

×