ছবি : সংগৃহীত
ইফতারের প্রধান উপকরণ খেজুর। রমজানে এর চাহিদা ব্যাপক। তাই রমজানের আগেই খেজুরের দাম সহনীয় পর্যায়ে রাখতে চায় সরকার। ফলে আগেভাগেই উদ্যোগ নিয়েছে এনবিআর। যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
আসন্ন রমজানকে কেন্দ্র করে খেজুর আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুর আমদানিতে আগে সর্বমোট ৬৩.৬০ শতাংশ শুল্ক-কর ছিলো। এখন তা কমিয়ে ৩৮.৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এনবিআর বলছে, খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক-কর কমনোর কারণে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে।
এতে বাজারে খেজুরের আমদানি বৃদ্ধির পাশাপাশি সরবরাহ বেড়েছে। খেজুরের দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।
খুচরা দোকানীরা বলছেন, আমদানি ও পাইকারী পর্যায়ে সিন্ডিকেট মাথাচাড়া না দিলে, বাজার স্থিতিশীল থাকবে।
উল্লেখ্য, রমজানে এদেশে খেজুরের প্রয়োজন ৫০ হাজার টন এবং সারাবছর প্রয়োজন ৯০ হাজার টন। খেজুরের সবটাই আমদানি নির্ভর।
মহি