আর্থিক ভিত্তি ততটা শক্তিশালী না হলেও, লিগ্যাসি ফুটওয়্যার শেয়ারের দামে ক্রমাগত উত্থান লক্ষ করা যাচ্ছে। এ প্রেক্ষিতে ডিএসই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা প্রকাশ করেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাছি ফুটওয়্যারের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।
জানা গেছে, লিগ্যাছি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, লিগ্যাছি ফুটওয়্যারের গত ১১ ডিসেম্বর শেয়ার দর ছিল ৪৭.৮০ টাকায়। যা ৩০ ডিসেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৬১.১০ টাকায়। অর্থাৎ ১১ কার্যদিবসে শেয়ারটির দর বাড়ে ১৩.৩০ টাকা বা ২৮ শতাংশ।
আফরোজা