ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আবাসন মেলায় ’এমবিট হোমস’ এর বিশেষ ছাড় 

প্রকাশিত: ১৪:৪০, ২৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:৪২, ২৪ ডিসেম্বর ২০২৪

আবাসন মেলায় ’এমবিট হোমস’ এর বিশেষ ছাড় 

ছবি : সংগৃহীত

গত বছর জাতীয় নির্বাচনের কারণে আবাসন মেলা হয়নি। ফলে দুই বছর পর মেলা আয়োজন করায় বেশ উচ্ছ্বাস দেখা গেছে ব্যবসায়ী ও ক্রেতা-দর্শনার্থীর মধ্যে। 

মেলা উদ্বোধনের দিন থেকেই ক্রেতা-দর্শনার্থীর ভিড় দেখা গেছে। ক্রেতা আকর্ষণে বিশেষ ছাড় দিচ্ছে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। 

মেলায় অংশ নেয়া এমবিট হোমস লিমিটেড এর কদম তলার পূর্ব বাসাবোতে এমবিট এমবিয়ান্স, এমবিট জামান ম্যানশন, পুরানো পল্টন লাইনে এমবিট সেন্টার, দক্ষিণ বনশ্রী এমবিট হাওয়া কটেজ, উত্তর মুগদায় এমবিট জাকেরা গার্ডেন, সবুজবাগে এমবিট হাওয়া কটেজের ফ্লাট সম্পূর্ণ রেডি। এছাড়া আরও বেশ কয়েকটি প্রকল্প চলমান।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের পরিচালক ড. হারুন অর রশিদ জনকণ্ঠকে বলেন, ফ্ল্যাট বুকিং দিলেই ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের গিফট। তবে ছাড়ের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে ফ্ল্যাটের আকারভেদে।

নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি ও ড্যাপের কারণে ভবনের উচ্চতা কমে যাওয়ায় গত দুই বছরে প্রতি বর্গফুটে দর বেড়েছে ২০ শতাংশের মতো।

মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির পাশাপাশি নির্মাণসামগ্রী ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। ব্যাংকের মধ্যে রয়েছে পূবালী, ডাচ্ বাংলা, এনআরবি ও ট্রাস্ট এবং এনআরবি ব্যাংক।  

এবারের রিহ্যাব মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশের জন্য সিঙ্গেল টিকিটের দাম ৫০ টাকা । আর মাল্টিপল টিকিটের দাম ১০০ টাকা।

মো. মহিউদ্দিন

×