ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই পাঁচ লাখ টাকা ছাড় 

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:২৫, ২৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:৩৮, ২৩ ডিসেম্বর ২০২৪

মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই পাঁচ লাখ টাকা ছাড় 

রিহ্যাবের আবাসন মেলায় বিশেষ ছাড়ে বুকিং নিচ্ছে ‘ইসহাক ডেভলপার লিমিটেড’ (আইডিএল) । আবাসন স্বপ্ন পূরণে সাধ ও সাধ্যের মধ্যে প্লট ও ফ্ল্যাট কিনতে রিহ্যাব মেলার উদ্বোধনী দিনেই ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। পাশাপাশি কোম্পানিগুলোর নানা অফার ও মূল্যছাড় মেলায় আগতদের নতুন মাত্রা এনে দিয়েছে।

সোমবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে রিহ্যাব আয়োজিত পাঁচ দিন ব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু হয়েছে। মেলাটি চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।  

ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন দামের অ্যাপার্টমেন্ট ও প্লট নিয়ে এসেছেন আবাসন প্রতিষ্ঠানগুলো। কেউ কিনছেন, কেউ আবার ঘুরেফিরে দেখছেন। মেলায় রয়েছে মান ও আয়তন যাচাই-বাছাই করে বুকিং দেওয়ার সুবিধা।

গ্রাহকরা বলছেন, সংখ্যা বাড়লেও এখনো মধ্যবিত্তের নাগালের বাইরে প্লট ও ফ্ল্যাট। অবশ্য মেলায় ভালো সাড়াও মিলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে মেলায় শুধু প্লট বা ফ্ল্যাটে মূল্য ছাড় নয়, ঋণের ক্ষেত্রেও বিশেষ সুবিধা মিলছে। বাড়ি নির্মাণ, ফ্ল্যাট ও প্লট কিনতে গৃহঋণে বিশেষ অফার দিচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।  

সরেজমিনে মেলায় গিয়ে দেখা গেছে, প্রথম দিন থেকেই হাজার হাজার মানুষ মেলায় প্রবেশ করছে আবার বের হচ্ছে। ক্রেতা-বিক্রেতার মধ্যে চলছে ঠিকানা বিনিময়। অ্যাড্রেস ক্লিপে ক্রেতা ঠিকানা লিখে দিচ্ছেন, আর কোম্পানির ঠিকানা নিয়ে যাচ্ছেন। পরে ভেবে চিন্তে, বুঝে শুনে, সাইট ভিজিট করে ফ্ল্যাট বা প্লট কিনবেন।


মেলায় ‘ইসহাক ডেভলপার লিমিটেড’ (আইডিএল) এর স্বত্বাধিকারি ইঞ্জিনিয়ার ফরহাদ আফজা লুবনা জনকন্ঠকে বলেন, আমাদের কোম্পানির পক্ষ থেকে এবারের মেলায় ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ে ফ্লাট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইডিএল’র  ফ্লাট কিনলেই কিনলেই থাকছে নিশ্চিত উপহার। এছাড়া বুকিং- এ মিলবে ঢাকা টু কক্সবাজার ডাউন পেমেন্ট ঢাকা টু থাইল্যান্ড সফরের ব্যবস্থা। 

এছাড়া উত্তরায় অবস্থিত আইডিএল’র সিদ্ধান্ত লডস, আইডিএল মোসাদ্দেক খান ভবন, বাইতুল ফারুক এর যে কোন ফ্ল্যাট বুকিং দিলেই ৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ক্রেতা হিসেবে মেলায় গেছেন রাজধানীর কমলাপুরের বাসিন্দা ফারুক হোসেন। সরকারি চাকরি থেকে আর তিন বছরের মধ্যে অবসর নেবেন। অবসরের আগেই সাধ্যের মধ্যে একটি ফ্ল্যাট কেনার জন্য ৫-৬ মাস ধরে বিভিন্ন রিয়েল স্টেট কোম্পানির কাছে যাচ্ছেন। কিন্তু দরদামে মিলছে না। মেলায় গেছেন যদি কোনো কোম্পানি মেলা উপলক্ষে ছাড় দিয়ে থাকে তাহলে কেনার সিদ্ধান্ত নেবেন। 

আইডিএল’র স্বত্বাধিকারি ফরহাদ আফজা লুবনা আরও বলেন, আমাদের কোম্পানি অন্যবারের তুলনায় বেশি ছাড় দিচ্ছি যে কারণে মেলায় প্রথম দিন থেকেই বুকিং পাচ্ছি। অনেকে আবার খোঁজ খবর নিয়ে চলে যাচ্ছেন।  

 
মেলাটি প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এবছর প্রতিদিন  র্যা ফেল ড্র  অনুষ্ঠিত হবে।

আশিকুর রহমান

×