নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগে বাজার থেকে চুরি-চামারি হয়েছে। আমার হাতে যদি কেউ ধরা পড়ে, ১০০ টাকাও যদি ঘুস খায়, তাহলে আমি চেষ্টা করবো চাকরি যেন না থাকে। আমি কথা দিয়ে যাচ্ছি, চোর ধরা পড়লে রক্ষা নাই।
তিনি বলেন, বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান পৌনে পাঁচশ’ কোটি টাকা ঋণ ফেরত দিয়েছে এটি বড় কথা। এটা সম্ভব হয়েছে আপনাদের (শেয়ারহোল্ডার) জন্য।
উপদেষ্টা বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, বিএসসির জাহাজের বহর আরও বড় করার চেষ্টা করছি। বিএসসির নিজস্ব টাকায় অন দ্য স্পট দুটি জাহাজ কিনতে যাচ্ছি, যেগুলো হবে বাল্ক ক্যারিয়ার। বিএসসির এমডি প্রতিদিন খবর দিচ্ছেন, কোথায় কোথায় জাহাজ পাওয়া যাচ্ছে। আমরা পাঁচ বছরের নিচে কোনো জাহাজ কিনবো না। এরই মধ্যে দুটি জাপানি জাহাজের খবর পাওয়া গেছে, নিশ্চয় ভালো হবে। ইনশাআল্লাহ আমরা ভালো জাহাজ কিনবো।
রাজু