ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্বজন গ্রুপের জাতীয় ডিলার সম্মেলন ২০২৪ সফলভাবে সম্পন্ন

প্রকাশিত: ১৭:৫৬, ২২ ডিসেম্বর ২০২৪

স্বজন গ্রুপের জাতীয় ডিলার সম্মেলন ২০২৪ সফলভাবে সম্পন্ন

স্বজন গ্রুপের উদ্যোগে আজ (২২ ডিসেম্বর) ঢাকার সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে জাতীয় ডিলার সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে স্বজন গ্রুপের দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক ডিলার অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন স্বজন গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, বিপণন পরিচালক, অর্থ পরিচালক এবং ফ্যাক্টরি পরিচালকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্বজন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, "স্বজন গ্রুদের আজকের সাফল্যের পেছনে ডিলারদের নিরলস পরিশ্রম এবং প্রতিশ্রুতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভবিষ্যৎ লক্ষ্য বিশেষত, ২০২৫ সালের মধ্যে রিটেইল মার্কেটে ২৩০ কোটি টাকার লেনদেন অর্জনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। এই লক্ষ্য পূরণে ডিলারদের ভূমিকা অনস্বীকার্য।"

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, "আমাদের পণ্য আজ সারা দেশে আস্থার প্রতীক হয়ে উঠেছে। ডিলারদের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু পেশাগত নয়, এটি একটি পরিবারের সম্পর্ক। আমরা একসঙ্গে কাজ করে নতুন উচ্চতায় পৌঁছাব।"

মার্কেটিং পরিচালক স্বজন গ্রুপের নতুন মার্কেটিং পরিকল্পনা তুলে ধরে বলেন, "ঢাকাসহ সারাদেশে সিপিভিসি পণ্যের বাজার বৃদ্ধির জন্য বিশেষ প্রণোদনা এবং ক্যাম্পেইন চালু করা হয়েছে। আমাদের লক্ষ্য বাজার সম্প্রসারণের পাশাপাশি ডিলারদের সাফল্য নিশ্চিত করা।"

সম্মেলনে স্বজন গ্রুপের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং ডিলারদের জন্য প্রণোদনার বিবরণ তুলে ধরা হয়। ডিলারদের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় যারা বিক্রয়ে অসামান্য সাফল্য অর্জন করেছেন।

স্বজন গ্রুপ বাংলাদেশের একমাত্র NSF-USA সার্টিফায়েড সিপিভিসি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান, যা দেশের শীর্ষস্থানীয় নির্মাণ প্রকল্পগুলোতে ব্যবহৃত হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের টেকসই উৎপাদন পদ্ধতি, উন্নত প্রযুক্তি এবং গ্রাহকসেবা দিয়ে বাজারে সিপিভিসি বিক্রয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

ডিলার সম্মেলনটি ছিল একটি সফল মাইলফলক, যা স্বজন গ্রুপের ডিলারদের সঙ্গে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যৎ লক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

শিহাব

×