গত সপ্তাহে (১৫-১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৪৯২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ৩১.৬৮ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৯৭ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৩১.৬৮ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২১ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৫.৯০%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে - ওরিয়ন ইনফিউশনের ৫.০৭%, একমি ল্যাবরেটরিজের ৪.৭২%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩.৬২%, রবি অজিয়াটার ২.৯২%, ফাইন ফুডের ২.২২%, গ্রামীণফোনের ২.১৩%, ইভিন্স টেক্সটাইলের ১.৭৮%, ওয়াইম্যাক্সের ১.৭৪% ও সায়হাম কটনের ১.৫৮% লেনদেন হয়েছে।
এসআর