ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

অতিরিক্ত ৭৫০ মিলিয়ন ডলার ঋণ চাইল বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৭, ১৯ ডিসেম্বর ২০২৪

অতিরিক্ত ৭৫০ মিলিয়ন ডলার ঋণ চাইল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৭০ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির বাইরে অতিরিক্ত ৭৫০ মিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। অনুমোদন পেলে আইএমএফ থেকে মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ৫৩০ কোটি ডলার।

এ ঋণ পেতে আইএমএফ বিদ্যুৎ ও সারের ভর্তুকি ব্যয় এবং বকেয়া মোকাবিলার জন্য একটি কৌশল গ্রহণের সুপারিশ করেছে। তবে, উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকার জুন মাস পর্যন্ত বিদ্যুৎ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। চলমান ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তিতে ৬৪৫ মিলিয়ন ডলার ঋণ ছাড়ের চুক্তি হয়েছে, এবং আইএমএফ এই সিদ্ধান্ত ১৫ ডিসেম্বর প্রকাশ করেছে।

আইএমএফের প্রতিনিধিদল ৩ ডিসেম্বর থেকে ঢাকায় এসে ঋণ শর্তাবলীর বাস্তবায়ন পর্যালোচনা করছে। প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন ক্রিস পাপাজর্জিও এবং তারা বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

আইএমএফ, ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও শাসনব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে। খেলাপি ঋণ সম্পর্কিত সঠিক তথ্য নিশ্চিতকরণ এবং আর্থিক খাতের পুনর্গঠনেও উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। এছাড়া, আইএমএফ কর সংস্কার, করছাড়ের যৌক্তিককরণ এবং মুদ্রার মানের সংশোধন করার আহ্বান জানিয়েছে।

আইএমএফ বাংলাদেশের ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তির আওতায় জুনে ১১৫ কোটি ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে, যা তিন কিস্তিতে মোট ২৩১ কোটি ডলার ঋণ দিয়েছে আইএমএফ। চতুর্থ কিস্তির ঋণ ছাড়ের পর, মোট ঋণের পরিমাণ হবে ২৯৫.৫ কোটি ডলার।

মেহেদী কাউসার

×