ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০ প্রভাবশালী ব্যবসায়ী যারা

প্রকাশিত: ২২:১৭, ১৮ ডিসেম্বর ২০২৪

২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০ প্রভাবশালী ব্যবসায়ী যারা

ছবি: সংগৃহীত

টরন্টো-ভিত্তিক মিডিয়া এবং গবেষণা প্রতিষ্ঠান কর্পোরেট নাইটস দ্বারা প্রকাশিত বিশ্বের সবচেয়ে টেকসই কর্পোরেশনগুলোর বার্ষিক র‍্যাংকিং হিসেবে পরিচিত "গ্লোবাল ১০০ ইনডেক্স" -এ ২০২৪ সালের তালিকায় এমন ১০ জন ব্যবসায়িক নেতা উঠে এসেছেন, যাঁরা তাদের অসাধারণ নেতৃত্ব, কৌশল, এবং উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে বিশ্বব্যাপী শিল্প ও অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছেন। চলুন, দেখে নেওয়া যাক তাদের তালিকা-

১. ইলন মাস্ক
শীর্ষস্থান দখল করেছেন টেসলা, স্পেসএক্স, এক্সএআই এবং এক্স (সাবেক টুইটার)-এর প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক। বৈদ্যুতিক যানবাহন শিল্পে টেসলা এবং মহাকাশ গবেষণায় স্পেসএক্সের মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন এনেছেন তিনি।

২. জেনসেন হুয়াং
এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (GPU) প্রযুক্তিতে বৈপ্লবিক উন্নয়ন ঘটিয়েছেন তিনি।

৩. সত্য নাদেলা
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর নেতৃত্বে মাইক্রোসফট ক্লাউড কম্পিউটিং ও এআই প্রযুক্তিতে দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে।

৪. ওয়ারেন বাফেট
বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ওয়ারেন বাফেট, যিনি “ওমাহার ওরাকল” নামে পরিচিত, দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশলের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে বিশাল প্রভাব রেখেছেন। তিনি আছেন চতুর্থ স্থানে।

৫. জেমি ডিমন
জেপি মরগান চেজের চেয়ারম্যান এবং সিইও জেমি ডিমন পঞ্চম স্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংকের নেতৃত্বে তাঁর কৌশলগত দক্ষতা বিশ্বব্যাপী স্বীকৃত।

৬. টিম কুক
অ্যাপলের সিইও টিম কুক ষষ্ঠ স্থানে রয়েছেন। প্রযুক্তিগত উদ্ভাবন ও পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁর নেতৃত্বে অ্যাপল নতুন উচ্চতায় পৌঁছেছে।

৭. মার্ক জুকারবার্গ
মেটার প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ মেটাভার্সের মাধ্যমে ডিজিটাল জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছেন। তিনি আছেন সপ্তম স্থানে।

৮. স্যাম অল্টম্যান
ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনে বিশ্বে বিপ্লব ঘটাচ্ছেন। তাঁর নেতৃত্বে জিপিটি মডেলের মতো প্রযুক্তি বৈশ্বিক শিল্পে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। তিনি আছেন অষ্টম স্থানে।

৯. মেরি বারা
জেনারেল মোটর্সের চেয়ারপারসন এবং সিইও মেরি বারা নবম স্থানে রয়েছেন। বৈদ্যুতিক যানবাহন ও পরিবহন প্রযুক্তির উন্নয়নে তাঁর ভূমিকা অনন্য।

১০. সুন্দর পিচাই
গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই শীর্ষ দশে শেষ স্থানটি অর্জন করেছেন। প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় তাঁর অগ্রণী ভূমিকা গুগলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ।

শীর্ষ দশে না থাকলেও ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি ১২তম স্থানে রয়েছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে তাঁর ডিজিটাল বিপ্লব এবং খুচরা বাণিজ্যের নেতৃত্ব ভারতের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলেছে।

এই তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা শুধু তাদের কোম্পানি নয়, পুরো বিশ্বব্যাপী শিল্প ও প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। -টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।

মেহেদী কাউসার

×