ছবি: সংগৃহীত
গত ৯ ডিসেম্বর ‘জেনেক্স ইনফোসিসের আদনান ইমামের বিরুদ্ধে ইউসিবি থেকে ২,০০০ কোটি টাকা সরানোর অভিযোগ’ শীর্ষক প্রতিবেদনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বর্তমান চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ করেন বলে দাবি করা হয়েছে।
জেনেক্সের বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আশিকুর রহমানের পাঠানো ব্যাখ্যায় বলা হয়, দেশের আইনি কাঠামোর অধীনে, আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেয়া যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মৌলিক অধিকার। এমন ঋণ আবেদনের অনুমোদন বা প্রত্যাখ্যানের দায় সম্পূর্ণরূপে ঋণদাতা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। জেনেক্স ইনফোসিস ব্যাংকের ঋণ অনুমোদনের প্রক্রিয়ার জন্য দায়ী নয়। কোম্পানির সুনাম নষ্ট করার উদ্দেশ্য অভিযোগগুলো করা হয়েছে।
বাংলাদেশের প্রাসঙ্গিক আইন ও বিধিমালা অনুযায়ী, জেনেক্স ইনফোসিস যে ঋণ পেয়েছে তা ব্যাংকের প্রতিষ্ঠিত নিয়ন্ত্রক নীতিমালা ও প্রক্রিয়া মেনে অনুমোদিত হয়েছে। আমাদের ধারণা, ইউসিবির বর্তমান ব্যবস্থাপনা তাদের নিজস্ব অভ্যন্তরীণ ক্রটিগুলোর দিক থেকে দৃষ্টি সরানোর জন্য এই ধরনের অভিযোগ উত্থাপন করছে। এ ধরনের কার্যকলাপ শুধুমাত্র জেনেক্সের সুনাম ক্ষুন্ন করে না, বরং কোম্পানির ৪ হাজার কর্মীর জীবন-জীবিকা বিপন্ন করে।
বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী, জেনেক্স ইনফোসিস কর্মীদের অধিকার রক্ষা ও কল্যাণমূলক দায়িত্ব পালন করে ব্যবসা পরিচালনা করে আসছে। জেনেক্সের প্রাতিষ্ঠানিক সংস্কৃতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো স্থিতিশীল ও নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ বজায়ে রাখা।
কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তিমুলক নীতিমালা ও পেশাদারী উন্নয়নের ক্ষেত্রে অবদানের রাখতে পেরে জেনেক্স ইনফোসিস গর্বিত। কোম্পানিটি সক্রিয়ভাবে জেন্ডার বৈচিত্রকে সমর্থন করে। এই প্রতিষ্ঠানের কর্মী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এর এক হাজার ৫০০ জন মহিলা কর্মী।
এছাড়াও, নবীন গ্র্যাজুয়েট ও অভিজ্ঞতাহীন ব্যক্তিদের কর্মজীবন শুরু করার সুযোগ দেয় জেনেক্স, যা যুব কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশে পরিচালিত একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে, জেনেক্স ইনফোসিস উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা এবং প্রযোজ্য আইন ও বিধিমালার সাথে সঙ্গতিপূর্ণভাবে তাদের দায়বদ্ধতা রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তাই কোম্পানিটি গণমাধ্যমসহ সমস্ত স্টেকহোল্ডারদের এই অভিযোগগুলো সমালোচনামূলকভাবে মূল্যায়ন করার এবং বাংলাদেশের প্রেক্ষাপটে জেনেক্স ইনফোসিস যে ইতিবাচক প্রভাব রেখে চলেছে তা স্বীকৃতি দেয়ার আহ্বান জানাচ্ছে।
আশিকুর রহমান