ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

১৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

প্রকাশিত: ১৯:৩৫, ১৫ ডিসেম্বর ২০২৪

১৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

ছবি: সংগৃহীত।

ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকার সমান। এই পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ৯ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

রবিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক তাদের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে একই সময়ের মধ্যে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ৭৬ লাখ ডলার, আর অক্টোবর মাসে ছিল ১১২ কোটি ৮৪ লাখ ডলার। ডিসেম্বরে প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

এ সময়ে রেমিট্যান্সের বড় একটি অংশ এসেছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো থেকে, যেখান থেকে এসেছে ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকগুলো থেকে এসেছে ৬ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৬ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ লাখ ৮০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানানো হয়েছে, ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আর প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এছাড়া, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্সের প্রবাহ ছিল উল্লেখযোগ্য। জুলাই মাসে দেশে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, এবং সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার। অক্টোবর মাসে এসেছে ২৪০ কোটি ডলার, আর নভেম্বরে ২২০ কোটি ডলার রেমিট্যান্স দেশের অর্থনীতিতে যোগ হয়েছে।

রেমিট্যান্স প্রবাহের এই বৃদ্ধি দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক হবে, বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে।

নুসরাত

×