ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

চট্টগ্রামবাসীর জন্য পাঠাও নিয়ে এলো ক্যাম্পেইন ‘ওবদ্দা Only চিটাং’

প্রকাশিত: ১৩:৫৮, ১৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামবাসীর জন্য পাঠাও নিয়ে এলো ক্যাম্পেইন ‘ওবদ্দা Only চিটাং’

বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও শুধুমাত্র চট্টগ্রামবাসীদের জন্য নিয়ে এলো 'ওবদ্দা Only চিটাং' ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে থাকছে পাঠাও-এর পুরাতন ও নতুন ইউজারদের জন্য পাঠাও কার, বাইক ও ফুড-ও এক্সাইটিং সব ডিসকাউন্টস। ক্যাম্পেইনটি চলবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

হোক চট্টগ্রামের ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়ানো, কাজের জন্য যাতায়াতে বা লোকাল ফুডগুলো উপভোগ করতেপাঠাও-এর এই ক্যাম্পেইনের এক্সাইটিং অফারগুলো এভেইল করে সহজে ও বাজেটের মধ্যে করতে পারবেন সবকিছু।

নিউ ইউজারদের জন্য এক্সক্লুসিভ অফারস:

পাঠাও কার: প্রোমো FEST100 ইউজ করলেই পাবেন ৫০% অফ ১২৫ টাকা পর্যন্ত

পাঠাও বাইক: প্রোমো FIRSTRIDESO ইউজ করলেই পাবেন ৫০% অফ ৬৫ টাকা পর্যন্ত পাঠাও যুদ্ধ: প্রোমো HELLO 100 ইউজ করলেই পাবেন ৫০% অফ ১০০ টাকা পর্যন্ত

এক্সিসটিং ইউজারদের জন্য এক্সাইটিং অফারস:

পাঠাও কার: প্রোমো CTGCAR ইউজ করলেই পাবেন৫০% অফ৯০ টাকা পর্যন্ত

পাঠাও বাইক: প্রোমো CTGBIKE ইউজ করলেই পাবেন৫০% অফ৪০ টাকা পর্যন্ত

পাঠাও যুদ্ধঃ প্রোমো FOODCTG ইউজ করলেই পাবেন, ৩০% অফ, ১০০ টাকা পর্যন্ত

এই প্রোমোগুলো ইউজ করে চট্টগ্রামবাসীরা এখন সহজেই ও সাশ্রয়ে রাইড ও ফুড উপভোগ করতে পারবেনএই ক্যাম্পেইনের মাধ্যমে পাঠাও তুলে ধরেছে যে পাঠাও প্রতিটি শহরের বিশেষ চাহিদাগুলো মেটাতে চেষ্টা করে আসছে

চট্টগ্রামবাসীরা, এখনই সময় পাঠাও-এর সাথে শহরজুড়ে ঘুরে বেড়ানো ও মজাদার সব খাবার উপভোগ করারএই ক্যাম্পেইনে দারুণ সব ডিসকাউন্ট নিয়ে পাঠাও-এর সাথে আছে সুলতানস ডাইন, কাচ্চি ডাইন, বারকোডচমক সহ চট্টগ্রামের আরও সেরা সব রেস্টুরেন্টস।

আজই পাঠাও ডাউনলোড করুন আর উপভোগ করুন ও' বদ্দা Only চিটাং' ক্যাম্পেইনের এক্সাইটিং সব ডিলস ও ডিসকাউন্টস।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছেরাইড শেয়ারিংফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী৩,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট১.০০.০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাওপ্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫.০০.০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

শিহাব

×