ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ডলারের দর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: ২০:৪২, ১০ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:২৯, ১০ ডিসেম্বর ২০২৪

ডলারের দর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে,মানুষের হাতে ডলার ধরে রাখার প্রবণতা তৈরি হতে পারে।আর এজন্যই ডলারের দর নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের । বৈঠকে ডলার বাজারের স্থিতিশীলতার বিষয়টি উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের উর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৈঠক সূত্রে জানা যায়, সভায় মনিটরি পলিসিতে কিছু পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে।একইসঙ্গে আইএমএফ বাংলাদেশ ব্যাংক অর্ডারেরও কিছু পরিবর্তন আনা নিয়ে সরকারের সঙ্গে আরো বেশি আলোচনা করবে বলে জানা গেছে।

এক্সচেঞ্জ রেট নিয়ে জানা গেছে, গত দুই মাস ধরে এক্সচেঞ্জ রেট বেশ স্থিতিশীল রয়েছে। এর ফলে রেট ওঠা নামা করছে না। যেহেতু ডলারের দর বৃদ্ধি ও কমার সম্ভাবনা কম, তাই মানুষের হাতে ডলার ধরে রাখার প্রবণতা তৈরি হতে পারে।

এ কারণে ডলারের দর ওঠা নামা করানো যায় কিভাবে, সেটি নিয়ে আইএমএফ’র সঙ্গে আলোচনা চলছে।

 

ফুয়াদ

×