ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জ্বালানির আমদানি নির্ভরতা কমিয়ে ব্যবস্থাপনা উন্নয়নে তদারকির আহ্বান

প্রকাশিত: ১৭:৫৯, ৭ ডিসেম্বর ২০২৪

জ্বালানির আমদানি নির্ভরতা কমিয়ে ব্যবস্থাপনা উন্নয়নে তদারকির আহ্বান

ছবি সংগৃহীত

জ্বালানির আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস ও ব্যবস্থাপনার উন্নয়নে তদারকির আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। 

শনিবার ঢাকা চেম্বারের আয়োজনে “জ্বালানির সহনীয় মূল্য ও নিরবিচ্ছিন্ন সরবরাহ” শীর্ষক সেমিনারে বক্তারা এসব বিষয় তুলে ধরেন। 

প্রধান অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৮.৫৫ টাকা প্রদান করলেও সরকার তা ১২-২৫ টাকায় ক্রয় করে থাকে। এলএনজি আমদানিতে ৭০ টাকা খরচ হলেও শিল্পখাতে ৩০ টাকায় সরবরাহ করা হচ্ছে এবং সরকারের ভর্তুকির মাধ্যমে এই পার্থক্য মেটানো হচ্ছে।” তিনি আরও বলেন, “বর্তমানে জ্বালানি খাতে ৫২ হাজার কোটি টাকার ভর্তুকি দিচ্ছে সরকার। এজন্য দেশের নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানোর গুরুত্ব রয়েছে।”

ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, “বিগত ৫০ বছরে আমাদের অর্থনীতি কৃষি নির্ভর থেকে শিল্প ও সেবা খাত নির্ভর হয়ে উঠেছে। তাই এখন সময় এসেছে জ্বালানির সহনীয় মূল্য এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার।” তিনি সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরে বলেন, “ভূমি বরাদ্দের জটিলতা ও জমির অপ্রতুলতার কারণে আমরা এই খাতে পিছিয়ে রয়েছি, তবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।” এছাড়া, তিনি এনার্জি স্টোরেজ টেকনোলজির ব্যবহারে বিদ্যুৎ ব্যবস্থার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। 

সেমিনারে উপদেষ্টা আরও বলেন, সরকার পর্যায়ক্রমে ৪০টি সৌর বিদ্যুৎ প্রকল্পের বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এবং এসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির সংস্থান করবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তামিম তাঁর মূল প্রবন্ধে বলেন, “দীর্ঘমেয়াদী জ্বালানির মূল্য নির্ধারণ বাস্তবসম্মত হবে না, বরং ৩ থেকে ৫ বছরের কর্মপরিকল্পনা বেশি কার্যকর হবে।” তিনি আরও বলেন, “গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়েছে এবং সিস্টেমের ক্ষতির কারণে কমপক্ষে ৫% গ্যাস নষ্ট হচ্ছে, যা ১৩০ এমএমসিএফডির সমতুল্য।”

মুক্ত আলোচনায় ডিসিসিআই-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, প্রাক্তন সহ-সভাপতি কামরুল ইসলাম এফসিএ, হুমায়ুন রশিদ এবং এম আবু হোরায়রাহ্ উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান

×