ছবি: সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শুল্ক কমানোর পরেও পণ্যের দাম না কমা সরকারের জন্য উদ্বেগের। তিনি বলেন, বাজারে পণ্যের সরবরাহ একেবারে কম নয়, তবে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ায় সেভাবে সুফল মিলছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে মার্কেটিং বিভাগের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, একদিকে মূল্যস্ফীতি কমছে না, অন্যদিকে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে না। এটি সীমিত আয়ের মানুষের জন্য সমস্যার কারণ। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে বাজারে পণ্যের দাম অনেক কমে যাবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা মো. সালেহউদ্দিন আহমেদ।
শিহাব