ছবি সংগৃহীত
সম্প্রতি ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে প্রায় ২৫ হাজার টন চিনি আমদানি করছে বাংলাদেশ। এতে করে করাচি ও ঢাকার বানিজ্যিক সম্ভাবনা নতুন করে উন্মোচন হলো।
জানা যায় বহু দিন ধরেই চলমান রয়েছে করাচি ঢাকার বানিজ্যিক সম্পর্ক৷ তাহলে প্রশ্ন হলো বিগত সরকার এই বিষয়টিকে সামনে আসতে দেয় নি কেন? পাকিস্তান থেকে কোন কোন পণ্য আমদানি করে বাংলাদেশ?
জানা যায়, সরাসরি পাকিস্তান থেকে কোন পণ্যবাহী জাহাজ না আসলেও তৃতীয় দেশের বন্দর ব্যবহার করে আনা হতো পণ্য। প্রথমে শ্রীলঙ্কা হয়ে জাহাজ পরিবর্তন করে বাংলাদেশে আনা হতো পণ্য।
তবে সম্প্রতি সরাসরি পণ্য আমদানিতে ধারণা করা হচ্ছে ভারতকে পাশ কাটিয়ে উর্বর হচ্ছে দুই দেশের বানিজ্যিক সম্পর্ক।
সূত্রমতে, গত কয়েক বছরে ভারতের ইন্ধনে শিথিল করে দেয়া হয়েছিলো দুই দেশের বানিজ্যিক সম্পর্ক। নিরাপত্তার কারন দেখিয়ে লাল তালিকাভুক্ত করা হয়েছিলো অধিকাংশ পণ্য।
তবে অন্তর্বতীকালীন সরকার ক্ষমতায় আসার পর শিথিল করে এসব লাল তালিকাভুক্ত পণ্য আমদানিতে কড়াকড়ি।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালে প্রায় ৬৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করে পাকিস্তান। বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য কিনে পাকিস্তান তার থেকে বেশিই আমদানি করে বাংলাদেশ।
ভারতের সাথে সম্পর্কের অবনতির কারনে অন্যান্য দেশের সাথে সম্পর্ক উন্নয়ন ও তা ধরে রাখার বিষয়ে মনোযোগী হয়েছে বাংলাদেশ।
গবেষকদের মতে, ভারত নির্ভরশীলতা কমানোর ব্যাপারে কার্যত পদক্ষেপ নেয়ার বিকল্প নেই। সেক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন হবে ভারতের জন্য একটি বড় ধাক্কা।
ইসরাত