পাকিস্তান থেকে উচ্চমান সম্পন্ন ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ।আগে ভারত থেকেই বেশিরভাগ সময় চিনি কিনতো বাংলাদেশ। এবার এ নিত্যপণ্য পাকিস্তান থেকেও কিনল বাংলাদেশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
ওই সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। এই চিনি জানুয়ারি মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বহু দশক পর ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে এত বিপুল পরিমাণে নিজেদের উৎপাদিত পণ্য পাঠাচ্ছে পাকিস্তানি চিনি শিল্প। এর আগে সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে ৫৩০ মার্কিন ডলারে পৌঁছেছে।
ফুয়াদ