৩১ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড
২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩১ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের প্রথম চার মাসেই (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায়ের এমন পরিস্থিতিতে বছর শেষে এনবিআরের রাজস্ব আদায়ে ফের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর-এই চার মাসে এনবিআরের মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ৩২ হাজার ১১৪ কোটি টাকা। তবে এই সময় পর্যন্ত আদায় হয়েছে ১ লাখ ১ হাজার ২৮১ কোটি টাকা। এক্ষেত্রে কম আদায় হয়েছে ৩০ হাজার ৮৩৩ কোটি টাকা। এমনকি গত অর্থবছরের একই সময়ের চেয়ে এই রাজস্ব আদায় কমেছে ১ দশমিক ০৩ শতাংশ বা ১ হাজার ৫৫ কোটি টাকা। সে সময় রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১ লাখ ২ হাজার ৩৩৬ কোটি টাকা।
চলতি অর্থবছরের কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর। জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২৫ হাজার ৫৬৯ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২০ হাজার ২৬৯ কোটি টাকা। জুলাইয়ে রাজস্ব আদায় কমেছে ৫ হাজার ৩০০ কোটি টাকা। পরের মাস আগস্টে ৩১ হাজার ৬০৭ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২১ হাজার ৬২৯ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আদায় কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা।ম আবার সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩৯ হাজার ৩২৪ কোটি টাকা। আদায় হয়েছে ২৯ হাজার ২ কোটি টাকা। রাজস্ব আদায় কমেছে ১০ হাজার কোটি টাকার বেশি।