মঙ্গলবার ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।
রফতানির কথা উল্লেখ করে স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম জানান,বাংলাদেশ থেকে ভারতে ১০ ট্রাক তুষের তেল রফতানি হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আজ বন্দর দিয়ে ভারত থেকে ৬২ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি হয়েছে। বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা যেসব পণ্য ছাড়ার জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করেছে, সেসব পণ্যের পরীক্ষণ শুল্কায়ন করে আরোপিত শুল্ক পরিশোধের পর বন্দর থেকে ছাড় দেওয়া হয়েছে।
ফুয়াদ