ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

ভারত থেকে এলো চাল-পেঁয়াজ

প্রকাশিত: ০০:১৩, ৪ ডিসেম্বর ২০২৪

ভারত থেকে এলো চাল-পেঁয়াজ

মঙ্গলবার ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।

 

 

এদিকে দেশের কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশ করে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। সকালে যথারীতি বন্দর থেকে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো সে দেশে চলে গেছে।

তিনি আরো বলেন, এরপর সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরে আমদানি-রফতানি শুরু হয়েছে। এরপর থেকে নিয়মিত সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্দর দিয়ে পেঁয়াজ-চালসহ বিভিন্ন পণ্য আমদানি হয়েছে।

 

ফুয়াদ

×