ড্যাফোডিল কম্পিউটার্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালনা পর্ষদ ঋণের বিপরীতে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে তারা নিজেদের অন্য কোম্পানিকে প্রতিটি শেয়ার মাত্র ১০ টাকা দরে দিতে চায়। অথচ, প্রতিটি শেয়ারের বাজার দর এখন প্রায় ৬৯ টাকা।
তবে নতুন এই শেয়ার ইস্যু নির্ভর করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন দেওয়া, না দেওয়ার উপর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, ‘ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন’ থেকে নেওয়া ঋণকে শেয়ারে রুপান্তর করতে চায় ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালনা পর্ষদ। এজন্য তারা ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করতে চায়। যার মূল্য হবে ৪৬ কোটি ৭০ লাখ টাকা।
এই শেয়ার ইস্যুর মাধ্যমে ‘ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন’ কোম্পানির ঋণ থাকবে না। এর বিনিময়ে ওই কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার পাবে।
১০ টাকা মূল্যে শেয়ার দিতে চাইলেও ড্যাফোডিল কম্পিউটার্সের প্রতিটি শেয়ারের বাজার দর আছে ৬৮.৫০ টাকা। এতে করে ড্যাফোডিল কম্পিউটার্সের উদ্যোক্তা/পরিচালকেরা ব্যক্তিগতভাবে লাভবান হবেন। আর শেয়ার সংখ্যা বেড়ে দর কমে গেলে, লোকসানে পড়বেন সাধারন বিনিয়োগকারীরা।
এম হাসান