ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বগুড়ায় মনোলভা কমলার বাগানের সঙ্গে সাথী ফসল এনে দিয়েছে ভিন্নতা

মাহমুদুল আলম নয়ন,বগুড়া অফিস

প্রকাশিত: ১৮:৪৫, ২ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় মনোলভা কমলার বাগানের সঙ্গে সাথী ফসল এনে দিয়েছে ভিন্নতা

মনোলভা কমলা-মাল্টার বাগান। যেকেউ একটু ছুঁয়ে দেখতে চাইবে। রাস্তার পাশের্^ই বাগানে ঝুলছে থোক থোক কমলা। রসে টুইম্বর নানা জাতের কমলা। চায়না থেকে শুরু করে দার্জিলং জাতের।সব ধরনের কমলাই আছে বগুড়ার এই বাগানে। তবে দেশের বিভিন্নস্থানে কমলার বাগান থাকলে বগুড়া সদরের এক ছোট্ট জায়গায় কমলার বাগান গড়ে তুলে ভিন্নতা সৃস্টি করেছেন আব্দুল আজিজ। কারণ তার বাগান শুধু কমলা ও এর চারাই নয়। বাগানটি লাভজনক করে তুলতে গড়ে তুলেছেন কমলার সঙ্গে সাথী ফসলের ভিন্নতা। আদা মরিচ সীম রসুন সবই রয়েছে এই সাথী ফসলে। গত বছর কমলাসহ সাথী ফসল বিক্রি করে লাভ করেছিলেন ২ লাখ টাকা। এবার কমলার ফলন ভালো হওয়ায় বেশি লাভের মুখ দেখার স্বপ্ন দেখছেন চালের ব্যবসা থেকে কমলার বাগান মালিক বনে যাওয়া আব্দুল আজিজ।
বগুড়া সদর দ্বিতীয় বাইপাস সংলগ্ন ফনির মোড় এলাকায় আব্দুল আজিজের কমলা বাগান। ৬০ শতাংশ জায়াগার ওপর গড়ে তুলেছেন এই বাগান। সন্তানদের শখে এক সময় কমলার বাগান গড়ার উদ্যোগ নেন। ২০১৯ সাল থেকে বাগানের পিছনে সময় ব্যয় করতে থাকেন। চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে প্রথমে কমলার চারা সংগ্রহ করেন। তারপর বিভিন্ন স্থান থেকে চায়না ও দার্জিলিংএর চারা এবং  আফ্রিকান ও ভিয়েতনাম জাতের মাল্টা চারা সংগ্রহ করেন। বারী জাতের কমলাও রয়েছে তার বাগানে।এরকম ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ এক সময় স্বপ্ন দেখাতে শুরু করে আজিজারকে। সমৃদ্ধ করতে থাকেন তার শখের বাগান। জানালেন বানিজ্যিক লক্ষ্য মাথায় রেখে তিনি বাগান করেননি। শুধু কমলা ও মাল্টা নয় একই বাগানে তিনি বল সন্দুন্দী বড়ইও লাগিয়েছেন। বাগানের চারপাশে লাগিয়েছে সুপারী ও লেবুর গাছ। আর কমলা গাছের মাঝে চাষ করছেন সাথী ফসল হিসাবে মরিচ আদা রসুন ও সিম। এভাবেই গড়েছেন দৃস্টিনন্দন শখের কমলা বাগান। আজিজ জানালেন তার কমলা বাগান দেখতে প্রতিদিন লোকজন আসেন। গাছ থেকে ছিঁড়ে টাটকা কমলা খাওয়ার লোভ ছাড়তে চাননা দর্শনার্থীরা। যে সব দর্শনার্থী আসেন তারা ২/৩ কেজি করে কমলা কিনেন। অনেকে কিনেন আরো বেশি। কমলা গাছ থেকে কমলা ছিঁড়ে আনন্দে কমলা খাচ্ছেন বাগানে আসা লোকজন। আর তাদের মুগ্ধতা ছুঁেয় যায় বাগান মালিককে। বাগান মালিক জানান, লোকজন তার বাগানের কথা বলছেন, এটিই তার ভালো লাগে। প্রতিদিন ১৫/২০ জন তার বাগান দেখতে আসেন। বানিজ্যিক কমলার চাষের কথা না ভাবলেও এখন প্রতিদিনই কোন না কোন ফল বিক্রিতা তার নিকট থেকে ১৫/২০ কেজি কমলা  কিনে নিয়ে যান। সব মিলিয়ে বর্তমানে প্রতি দিন ১শ থেকে ১৩০ কেজি কমলা বিক্রি করেন। প্রায় দেড়শ কমলার গাছ আছে বাগানে। প্রতি গাছে ৫০/৬০ কেজি কমলা ধরেছে বলে জানান। আজিজেরর দাবি তার বাগানের কমলা বেশ ভালো। বললেন সাথী ফসল থেকে গত বছর ৬০ হাজার টাকা মরিচই বিক্রি করেছেন। এবার সব কমলাসহ প্রায় আড়াই লক্ষ টাকা লাভ করবেন বলে আশা করছেন। কমলা বাগানের চারপাশে রয়েছে ১৩০টি সুপারী গাছ ও ৭০টি লেবু গাছ। তিনি জানান প্রতি কমলার গাছের মাঝে ৮/১০ ফুট ফাঁকা রাখতে হয়। ওই স্থান কাজে লাগাতেই কমলা বাগানে সাথী ফসল আবাদের চিন্তা কার্যক্রর করেন। দেখেন এতে কমলা বাগানের কোন ক্ষতি হয়নি, লাভ হিসাবে বাড়তি আয়ের পথ খুলেছে। কমলা বিক্রি শুধু নয় এখন তিনি চারা বিক্রির দিকে নজর দেয়ার কথা জানিয়ে বলেন মান ও আকার ভেদে কমলার চারা বিক্রি করেন ২৫০ থেকে দু হাজার টাকা পর্যন্ত। আগামী বছর এই বাগানে চারাগাছের পরিমান বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। চারার চাহিদা বেশি বলে এখন থেকে তিনি এর দিকে বেশি নজর দিবেন। তবে দৃষ্টিনন্দন ও চমৎকার কমলা বাগানের সঙ্গে সাথী ফসল আজিজারের কমলা বাগানের আবেদন বাড়িয়ে ভিন্ন মাত্রায় এর পরিপর্ণতা এনে দিয়েছে।
কমলা বাগানের বিষয়ে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মতলবুর রহমান জানান, বগুড়া সদরসহ উপজেলা পর্যায়ে ছোট আকারের কমলা ও মাল্টার বাগান রয়েছে। এর মধ্যে মাল্টার বাগান বেশি। তিনি জানান কমলা-মাল্টা সাইট্রাস জাতীয় ফল। দেশে প্রতিবছর প্রচার কমলা ও মাল্টা আমদানী হয়। এই জাতীয় ফসলের আমদানী নির্ভরতা কমাতে কৃষি বিভাগ কমলা ও মাল্টা চাষের সম্প্রসারণে বগুড়ায় কাজ করে যাচ্ছে। তবে এটি চাষে সফলতার ক্ষেত্রে মাটির ধরনের বিষয়টি তিনি উল্লেখ করে জানান ব্যক্তি উদ্যোগে অনেকে এগিয়ে আসছেন কমলা বাগান তৈরীতে।

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে