ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

মির্জা আজহার আহমদ ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০০:২৯, ২৯ নভেম্বর ২০২৪

মির্জা আজহার আহমদ ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক

মির্জা আজহার আহমদ

মির্জা আজহার আহমদ সম্প্রতি ব্যাংক এশিয়া পিএলসিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। আহমদ ১৯৯৯ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ২০২২ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব অপারেশন হিসেবে ওয়ান ব্যাংকে যোগদান করেন, যেখানে তিনি ব্যাংকটির অপারেশন কার্যক্রম গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ব্যাংকের শাখা অপারেশন, কার্ড অপারেশন, সেন্ট্রালাইজড ক্লিয়ারিং ইউনিট, ক্যাশ ম্যানেজমেন্ট অপারেশন, এটিএম অপারেশন, সেন্ট্রালাইজড সার্ভিস ডেলিভারি, রিটেইল লোন অ্যাডমিনিস্ট্রেশন, ট্রেজারি ব্যাক অফিস ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার। ব্যাংকিং পেশায় তার রয়েছে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

×