ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

৬০ টাকা ইস্যু মূল্যের বারাকা পাওয়ারের দর এখন ১০ টাকা

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:১৮, ২৭ নভেম্বর ২০২৪

৬০ টাকা ইস্যু মূল্যের বারাকা পাওয়ারের দর এখন ১০ টাকা

৬০ টাকায় ইস্যু করা কোম্পানিটির বাজার দর এখন ১০ টাকায়

শেয়ারবাজারে ২০১১ সালে তালিকাভুক্ত হওয়া বারাকা পাওয়ারের জন্য প্রতিটি শেয়ার ৬০ টাকায় ইস্যু করা কোম্পানিটির বাজার দর এখন ১০ টাকায়। উচ্চ প্রিমিয়াম নেওয়া কোম্পানিটির ব্যবসায়িক মন্দায় শেয়ার দর এমন তলানিতে নেমে এসেছে।
বারাকা পাওয়ার শেয়ারবাজারে প্রতিটি শেয়ার ৫০ টাকা প্রিমিয়ামসহ ৬০ টাকা করে ইস্যুর  মাধ্যমে ১২০ কোটি টাকা সংগ্রহ করে। এই ইস্যু মূল্যের কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৩৫ পয়সা লভ্যাংশ দিয়েছে। যা ইস্যু মূল্য বিবেচনায় মাত্র ০.৫৮ শতাংশ।
শেয়ার দর ও লভ্যাংশে এই মন্দার পেছনে কারণ হিসেবে রয়েছে বারাকা পাওয়ারের ব্যবসায়িক দুর্বল পারফরমেন্স। কোম্পানিটির সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১২ টাকা। এর বিপরীতে লভ্যাংশ ঘোষণা করেছে ৩.৫০ শতাংশ।
বারাকা পাওয়ারের সিলেটের ৫১ মেগাওয়াটের গ্যাসভিত্তিক রেন্টাল পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। যা সরকার নবায়ন না করায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। যদিও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে পাওয়ার প্লান্টটির চুক্তির মেয়াদ নবায়নের চেষ্টা করছে কোম্পানি কর্তৃপক্ষ।
ব্যবসায়িক দুরবস্থার মধ্যে শেয়ার বিক্রি করে টাকা বের করে নিয়েছেন করপোরেট পরিচালক ফিউশন হোল্ডিংস। এই করপোরেট পরিচালক চলতি বছরের শুরুর দিকে ১৬ লাখ শেয়ার বিক্রি করেছেন। এ লক্ষ্যে গত ১৪ জানুয়ারি ৩ লাখ, ২৪ জানুয়ারি ৩ লাখ ও ৫ ফেব্রুয়ারি ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল। ওইসময় শেয়ারটির দাম ১৬-১৮ টাকায় ছিল।
আগের কয়েক বছরের ন্যায় ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায়ও এই কোম্পানি কর্তৃপক্ষ শ্রম আইন পরিপালন করেনি। এর মাধ্যমে কয়েক কোটি টাকার নিট মুনাফা ও সম্পদ বেশি দেখিয়েছে। বাংলাদেশের ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী, প্রতি বছর নিট মুনাফার ৫ শতাংশ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা কর্মীদের মধ্যে বিতরণ করা বাধ্যতামূলক। কিন্তু বারাকা পাওয়ার কর্তৃপক্ষ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় এই ফান্ড গঠন করেনি।
তবে কয়েক বছর আগে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন  (বিআইপিপিএ) ওই ফান্ড গঠনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চেয়ে শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ে আবেদন করেছে। যা মঞ্জুর না হতেই বারাকা পাওয়ার কর্তৃপক্ষ কার্যকর করা শুরু করে দিয়েছে।
২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বারাকা পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৫ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতীত) বিনিয়োগকারীদদের মালিকানা ৭০ শতাংশ।

×