ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

ভারত থেকে পণ্য আমদানি বাড়ল ১৩ শতাংশ, কমেছে রপ্তানি

প্রকাশিত: ২১:১৭, ২৪ নভেম্বর ২০২৪

ভারত থেকে পণ্য আমদানি বাড়ল ১৩ শতাংশ, কমেছে রপ্তানি

ভারত থেকে পণ্য আমদানি

দেশে এক মাসে ভারত থেকে পণ্য আমদানি ১৩ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। গত আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে এই আমদানি বাড়ে। 

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

আগস্টে প্রতিবেশি দেশটি থেকে পণ্য আমদানি হয় ৭৬ কোটি ৪ লাখ ৯০ হাজার ডলারের। সেপ্টেম্বরে আমদানি হয় ৮৬ কোটি ৮ লাখ ১০ হাজার ডলারের পণ্য। 

প্রাপ্ত তথ্যানুযায়ী, ভারতীয় ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের পণ্য আমদানি আগের অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৪১ শতাংশ কমেছিল। এরপর চলমান ২০২৪-২৫ অর্থবছরের শুরুর দিকে তা বাড়তে শুরু করে। এরপর জুলাইয়ে তা কমে যায়। আগস্টেও আগের মাসের তুলনায় আমদানি কমে ৫ দশমিক ৩ শতাংশ। সেপ্টেম্বরে আবার আগস্টের তুলনায় ভারত থেকে ১৩ দশমিক ১৯ শতাংশ পণ্য আমদানি বেড়েছে। 

আগস্টে ভারত থেকে পণ্য আমদানি হয় ৭৬ কোটি ৪ লাখ ৯০ হাজার ডলারের। সেপ্টেম্বরে আমদানি হয়েছে ৮৬ কোটি ৮ লাখ ১০ হাজার ডলারের পণ্য।

ভারতের বাণিজ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের ছয় মাসে ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানির অর্থমূল্য ছিল ৫১৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার। ভারতীয় আগের অর্থবছরের একই সময়ে আমদানি হয় ৫০৪ কোটি ৫০ লাখ ডলারের পণ্য। এ হিসাবে অর্থবছরের প্রথমার্ধে ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানি বেড়েছে ৩ দশমিক শূন্য ৫ শতাংশ। একই সময়ে বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশটিতে পণ্য রপ্তানি কমেছে দশমিক ৬ শতাংশ।

এম হাসান

×