ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

আইসিসিবিতে শেষ হলো চামড়া শিল্পের প্রদর্শনী

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫৮, ২৩ নভেম্বর ২০২৪

আইসিসিবিতে শেষ হলো চামড়া শিল্পের প্রদর্শনী

চামড়া শিল্পের প্রদর্শনী

চামড়াজাত পণ্য, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্যের সমাহার নিয়ে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবিতে) শুরু হওয়া চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ-২০২৪’ এর দশম আসর শেষ হয়েছে। এ প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠান ও বায়ারদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ধরনের প্রদর্শনী স্থানীয় উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক। বিদেশে না গিয়ে দেশেই আধুনিক যন্ত্রপাতি দেখে অর্ডার করা যায়, এতে অর্থের সাশ্রয় হয়।
শনিবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী চলা প্রদর্শনীটি শেষ হয়েছে। শেষ দিন হওয়ায় সকাল থেকেই চামড়াজাত শিল্পের এই প্রযুক্তির মেলায় ভিড় করেন দেশী উদ্যোক্তারা। তারা বিভিন্ন বিদেশী কোম্পানির আনা আধুনিক প্রযুক্তিগুলো দেখেছেন। প্রয়োজনীয় যন্ত্রাংশগুলোর বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। প্রদর্শনীতে চামড়াজাত পণ্য তৈরির নানা ধরনের যন্ত্রপাতি নিয়ে হাজির হয়েছে চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীটির দশম আসরে ২০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বিগত কয়েক বছর ধরে এটি বাংলাদেশের চামড়া, জুতা ও ভ্রমণ সামগ্রী খাতের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং অনুসন্ধানের সবচেয়ে পছন্দসই প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য খাত বেশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে এই খাতের উৎপাদনকারীরা গুণগত মান, দক্ষতা এবং পরিবেশগত দিক বিবেচনায় রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও সমাধান চান। এ খাতে বিনিয়োগে আগ্রহী নতুন উদ্যোক্তারা সারা বছর লেদারটেক বাংলাদেশ প্রদর্শনীর জন্য অপেক্ষায় থাকেন, যাতে এই প্রদর্শনীতে এসে নিজেদের প্রয়োজনীয় যন্ত্র ও উপকরণ সংগ্রহ করতে পারেন।
মেলায় অংশ নেওয়া ‘ফোর এস অ্যাডভান্স টেকনোলজিসের’ অংশীদার সুদীপ কুমার বলেন, এ পর্যন্ত মেলায় আমরা আট বার অংশগ্রহণ করেছি। গতবারের তুলনায় এবারের প্রদর্শনীতে ভালো সাড়া পেয়েছি। শেষ দিনের তুলনায় শুক্রবার দর্শনার্থীদের ভিড় ছিল বেশি। আমাদের মেশিনারিজগুলো চায়না, থাইল্যান্ডসহ কয়েকটি দেশ থেকে নিয়ে আসি। আমাদের এখানে সেলাই, লাস্টিং (আঠা লাগানো), আউট সোল ইনজেকশন করার মেশিনগুলো আমরা প্রদর্শন করছি।
প্রদর্শনীতে জুতা সেলাই করার অত্যাধুনিক মেশিনারিজ নিয়ে প্রথম বারের মতো অংশ নেয় লাইকস ইন্টারন্যাশনাল বিডি। প্রতিষ্ঠানটির সহকারী ইঞ্জিনিয়ার মো. আল আমিন বলেন, আমাদের প্রদর্শন করা যন্ত্রাংশগুলো চামড়ার জুতা, কাপড়ের কেডস, চামড়ার ব্যাগ ইত্যাদি সেলাই করতে ব্যবহার করা হয়।

×