ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

পিএসআইকে কাজে লাগিয়ে ফাঁয়দা হাসিল : ৩ জনকে সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা

অর্থনৈ‌তিক রি‌পোর্টার

প্রকাশিত: ১০:৫১, ২০ নভেম্বর ২০২৪

পিএসআইকে কাজে লাগিয়ে ফাঁয়দা হাসিল : ৩ জনকে সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা

সংগৃহীত ছবি।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের মূল্য সংবেদনশীল তথ্যকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে ফাঁয়দা নেওয়ায় সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরসহ ৩জনকে ১৯ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ‍ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বে লিজিংয়ের মূল্য সংবেদনশীর তথ্যের ভিত্তিতে শেয়ার বেচে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরন বিধিমালা লঙ্ঘন করায় আলমগীর কবিরকে ১২ কোটি টাকা, সাবেক পরিচালক অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা ও তুষার এল.কে মিয়াকে ২ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

নুসরাত

×