ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

৩ বাণিজ্যিক ব্যাংককে ২৬৫ কোটি টাকা ধার হিসেবে আর্থিক সহায়তা

প্রকাশিত: ০৯:২৭, ২০ নভেম্বর ২০২৪

৩ বাণিজ্যিক ব্যাংককে ২৬৫ কোটি টাকা ধার হিসেবে আর্থিক সহায়তা

তারল্য সংকটে ভুগছে কিছু ব্যাংক এবং  আর্থিক অনিয়মে দুর্বল হ‌য়ে পড়েছে , তার ধারাবাহিকতায় সরকারি তিন বাণিজ্যিক ব্যাংককে ২৬৫ কোটি টাকা ধার হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অর্থ সহায়তা পাওয়া ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক।  এদি‌কে সংকটে পড়া সাত ব্যাংক ঘুরে দাঁড়াতে প্রায় ২৯ হাজার কোটি টাকার তারল্য-সহায়তা চেয়েছে। 
যেসব ব্যাংক সহায়তা করেছে তারা হলো— ডাচ্‌–বাংলা, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও পূবালী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি বা নিশ্চয়তায় এ ধার দিয়েছে অতিরিক্ত তারল্য থাকা সবল ৪ ব্যাংক।   

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন ২৬৫ কোটি টাকার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আর্থিক সহায়তা পেয়েছে ৫০ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৬৫ কোটি টাকা এবং এক্সিম ব্যাংক পেয়েছে ১৫০ কোটি টাকা।

গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। সেখানে তিনি দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে আরও বেশি অর্থ সহায়তা দি‌তে সবল ব্যাংকগুলোকে আহ্বান জা‌নান। 

বাজারের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাবে। ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি প্রভাব পড়বে না। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি হলো কোনো কারণে কোনো ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক ওই টাকা দেবে। আপাতত কেন্দ্রীয় ব্যাংক সরাসরি টাকা না দিয়ে অন্য ব্যাংক থেকে ধারের ব্যবস্থা করছে। 

 

জাফরান

×