ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ত্রুটি রোধে নিরাপত্তা জোরদার

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:০৬, ২০ নভেম্বর ২০২৪

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ত্রুটি রোধে নিরাপত্তা জোরদার

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের আইডির অপব্যবহার

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের আইডির অপব্যবহার করে মালামাল খালাস করাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িতের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে সিস্টেমের ত্রুটি রোধে নিরাপত্তা জোরদার করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার এসব বিষয়ে এনবিআর পরিচালক (জনসংযোগ) ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত একজন কর্মকর্তার অগোচরে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের আইডি ব্যবহার করে অসাধু চক্র গত ২০ মে বিল অব এন্ট্রি দাখিল করে এক কন্টেনার সিগারেট খালাস করে। প্রাথমিক অনুসন্ধানে একজন কর্মকর্তার অবর্তমানে তার কম্পিউটার হতে তার আইডি ও পাসওয়ার্ড চুরি করে তা ব্যবহারের মাধ্যমে এই মালামাল খালাস করা হয়। এমন অপকর্মের সঙ্গে জড়িত প্রকৃত দোষী এবং তার সহযোগীদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, রাজস্ব আহরণের পাশাপাশি এনবিআর সকল অটোমেটেড সিস্টেমের নিরাপদ ব্যবহার এবং সাইবার নিরাপত্তা জোরদারে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর। রাষ্ট্রের সম্পদ তছরুপ ও সাইবার অপরাধে জড়িত সকল চক্র চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে নিজস্ব জনবলের পাশাপাশি প্রয়োজনে সকল অংশীজন এবং সরকারের অন্যান্য সংস্থার সহায়তা গ্রহণ করা হবে। ইতোমধ্যে গৃহীত কার্যক্রমসমূহের ফলে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম অধিকতর নিরাপদ ও সুরক্ষিত হবে।
এনবিআর সূত্রে জানা যায়, কাস্টমস কর্মকর্তার আইডি-পাসওয়ার্ড চুরি করে ব্যবহারের মাধ্যমে মালামাল খালাস করার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্তের নেতৃত্বে একটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্যের নেতৃত্বে একটি তদন্ত কমিটি কাজ করছে। এ কাজে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রয়োজনীয় সহায়তা নেওয়া হচ্ছে। 
জাতিসংঘের ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক উদ্ভাবিত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড নামের বিশ্বস্ত ও নিরাপদ সিস্টেমটি ১৯৯৩ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষসহ বিশ্বের প্রায় ১০০টি দেশ ব্যবহার করছে। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রবেশ করার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ সিস্টেমের সার্বিক নিরাপত্তা জোরদার করা জন্য জাতীয় রাজস্ব বোর্ড নি¤œরূপ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

×