ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

ব্যাংক বন্ধ হবে না, তবে কয়েকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৫:০৬, ১৯ নভেম্বর ২০২৪

ব্যাংক বন্ধ হবে না, তবে কয়েকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘কোন ব‍্যাংক বন্ধ করা হবে না, তবে এটাও সত্য কয়েকটা ব‍্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে।’

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

কয়েকটি ব্যাংকের বর্তমান সংকটে বন্ধ হওয়ার সম্ভাবনার কথা জিজ্ঞেস করলে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, ‘কোন ব‍্যাংক বন্ধ করা হবে না। তবে তারল্য ঘাটতির কারণে কোনো কোনো ব্যাংকে কিছু সামুয়িক অসুবিধা থাকবে।’ তিনি জানান, এক লাখ টাকার চেক দিয়ে ৫ হাজার টাকা পাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়।’

 

অর্থ উপদেষ্টা বলেন, ‘আগের সরকারের জঞ্জাল আমাদের কাঁধে সিন্দবাদের ভূতের মত চেপে বসেছে, উন্নয়ন সহযোগীরাও দেশের মানুষের মত বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া ওসব জঞ্জাল আর কেউ মুক্ত করতে পারবে না।’

বাজেট ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সরকারি কর্মচারীদের বেতন–ভাতা আটকানো হবে না। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কোনো কোনো প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সাফল্যের সূর্য উদিত হয়েছে, আমাদের অর্জন খুব একটা খারাপ নয়। আমরা ছাপ রেখে যাব। কিছু সংস্কার করে যাব। পরবর্তী সময়ে যারা আসবেন, তাঁরা বুঝবেন, এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

তাবিব

×