শীত আসতেই বাজারে উঠছে নানা ধরণের নতুন নতুন সবজি।আলুর জন্য বিখ্যাত উত্তরবঙ্গের বগুড়ায় বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু।
তবে দাম নিয়ে ক্রেতাদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ।গতকাল বাজার ঘুরে আলু দেখা গিয়েছিল নতুন আলু (পাগড়ি জাত) প্রতি কেজি ছিল ৪০০ টাকা।যা আজকে কমে হয়েছে কেজিপ্রতি আকার ও প্রকারভেদে ২৫০ থেকে ৩০০ টাকা।পাতা পেঁয়াজ ৯০-১০০ টাকা, শিম ১০০ টাকা, ফুলকপি পিস ৬০-৭০ টাকা, টমেটো কেজি ২২০ টাকা, পটোল ৪০ টাকা, বেগুন ৬০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বগুড়ার সবচেয়ে বড় পাইকারী বাজার ফতেহ্ আলী বাজার ও রাজাবাজারে আগাম জাতের নতুন আলু বিক্রি করতে দেখা গেছে। আর কোনো বাজারে চোখে পড়েনি নতুন আলু। তবে নতুন আলুর এই আকাশ ছোঁয় দামের জন্যই অনেক ক্রেতা ঝুঁকছেন পুরাতন আলু কেনার দিকে।
বাজারের বিক্রেতারা জানান, বগুড়ায় এখনো নতুন আলু তোলা শুরু হয়নি। কিছু কৃষক অল্প পরিমাণে আগাম আলু রোপণ করেছিলেন, তারাই বাজারে বিক্রি করছেন।
ফুয়াদ