সংগৃহীত ছবি
রাজধানীর বাজারগুলোয় বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে করে সবজির বাজারের অস্থিরতা কিছুটা কমেছে। আলু ছাড়া সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা কমেছে। অন্যদিকে বাজারে নতুন আলু আসতে শুরু করলেও পুরনো আলুর দাম কেজিপ্রতি ফের ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এই সময়ে বেড়েছে পেঁয়াজের দামও। দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দামই গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেড়েছে কেজিতে। চাল-ডালসহ অন্যান্য মুদি পণ্যের দাম অবশ্য একই আছে আলোচ্য সময়ে। আমিষ জাতীয় খাদ্যের মধ্যে মুরগি ও চাষ করা মাছের দাম কমেছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি বাজারে দেখা গেছে, বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। তবে আলুর দাম বেড়েছে আর করলা আগের মতোই ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পর্যাপ্ত সবজি আসতে শুরু করেছে। এর ফলে বেশিরভাগ সবজির দাম কমেছে। তবে পুরনো আলুর দাম বেড়েই চলেছে। নতুন আলু না আসা পর্যন্ত আলুর দাম বাড়তি থাকবে।
গতকাল কারওয়ান বাজার, নিউ মার্কেট ও শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, কাঁচা মরিচ ১০০, টমেটো ১২০, লম্বা বেগুন ৬০ থেকে ৭০, পটোল ৪০ থেকে ৫০, বরবটি ৬০, কচুর মুখী ৮০, করলা ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপে, চিচিঙ্গা আগের মতোই ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতারা সবজির দামে কিছুটা স্বস্তি পেলেও আলু ও পেঁয়াজের দামে উবে যাচ্ছে সেই স্বস্তি। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। আলুর মতো আমদানি করা পেঁয়াজের কেজিতে ১০ টাকা বেড়ে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। দেশি পেঁয়াজের কেজিতে ১০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়।
শিহাব উদ্দিন