ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নতুন কারখানায় বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে বিএসআরএম 

অর্থনৈ‌তিক রি‌পোর্টার ।।

প্রকাশিত: ১৩:০৮, ১৩ নভেম্বর ২০২৪

নতুন কারখানায় বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে বিএসআরএম 

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বিএসআরএম স্টিলস লিমিটেড শিগগিরই তাদের নতুন কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে। ঢাকা স্টক একচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সূত্র মতে, চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত কোম্পানিটির নতুন রোলিং মিলস ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে। কারখানাটির বার্ষিক ৬ লাখ টন এমএস রড এবং ওয়্যার রড উৎপাদন করবে।

চলতি হিসাববছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিএসআরএম স্টিলস লিমিটেডের মুনাফা বেড়েছে। এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২১ পয়সা।

২০২৩ সালে বিএসআরএম স্টিলস লিমিটেড নগদ লভ্যাংশ দিয়েছে ২৫ শতাংশ; ২০২২ সালে ৩০ শতাংশ, ২০২১ সালে ৪০ শতাংশ, ২০২০ সালে ১৫ শতাংশ, ২০১৯ সালে ২৫ শতাংশ ও ২০১৮ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বিএসআরএম স্টিলসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা; পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ টাকা।

জাফরান

×