রাজধানীর বাজারে প্রায় তিন সপ্তাহ ধরে বাড়ছে আলু-পেঁয়াজের দাম। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। এদিকে চড়া পেঁয়াজের দামও। পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। দেশি জাত বিক্রি হচ্ছে ১৬০ টাকায় আর আমদানি পেঁয়াজের দাম রাখা হচ্ছে ১২০-১৩০ টাকা। আলুর দাম নিয়ন্ত্রণে আনতে ২ মাস আগে আমদানি শুল্ক কমিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।তবে এর প্রভাব বাজারে দেখা যায়নি।বরং দাম দিন দিন বেড়েই চলছে।পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে গত বুধবার এনবিআর পেঁয়াজ আমদানির উপর থেকে শুল্ককর সম্পূর্ণ করেছে। শুল্ক ছাড়াই বিপুল পরিমাণ পেঁয়াজ দেশে আসলেও বাজারে পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণ নেই।
অপরদিকে বাজারে বেশ কয়েকটি সবজির দাম কমলেও শীতকালীন সবজির দাম চড়া। দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে ক্রেতাদের মধ্যে। একইসঙ্গে আলু-পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।
নাহিদা