ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

শেয়ারবাজারে টানা দরপতন

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:০৩, ৮ নভেম্বর ২০২৪

শেয়ারবাজারে টানা দরপতন

শেয়ারবাজারে টানা দরপতন

মূলধনী মুনাফার ওপর করহার কমানোর পরিপ্রেক্ষিতে দেশের শেয়ারবাজারে সাময়িক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। তবে মাত্র দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর ফের টানা দরপতন দেখা দিয়েছে শেয়ারবাজারে। ফলে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের হতাশা বেড়েই চলেছে।
আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম কমার তালিকায়। এতে কমেছে মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমেছে বেশিরভাগ সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো।
এর আগে শেয়ারবাজারে অব্যাহত দরপতন দেখা দিলে গত সোমবার দুপুরে মূলধনী মুনাফার ওপর করহার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর পরিপ্রেক্ষিতে সোমবার ও মঙ্গলবার দুই কার্যদিবস শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। কিন্তু বুধবার আবার দরপতন হয় শেয়ারবাজারে।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের শুরুতে সূচক ঋণাত্মক হয়ে পড়লেও লেনদেনের মাঝে কয়েকবার সূচক ঊর্ধ্বমুখী হয়। কিন্তু শেষ ঘণ্টার লেনদেনে শেয়ার বিক্রির চাপ বাড়ান এক শ্রেণির বিনিয়োগকারীরা।

×