চলতি বছরের অক্টোবরে মোট ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। কিন্তু দেশের নয়টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি বলে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত একটি প্রতিবেদনে।
রেমিট্যান্স না আসা ব্যাংকগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক এবং বিদেশী খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং হাবিব ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৩০ লাখ ডলার, মে মাসে ২২৫ কোটি ডলার, জুনে ২৫৪ কোটি ডলার, জুলাই মাসে ১৯০ কোটি ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।
তানজিলা