এস আলম গ্রুপের এক হাজার ৮৫০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের জামানত সম্পত্তি নিলাম করার ঘোষণা দিয়েছে জনতা ব্যাংক।
গত সরকারের আমলে এস আলম গ্রুপের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের মধ্যে প্রথমবারের মতো জনতা ব্যাংক গ্রুপটির সম্পদ নিলামে ওঠানোর পদক্ষেপ নিয়েছে।
গত শুক্রবার জনতা ব্যাংক পত্রিকায় আগামী ২০ নভেম্বরকে নিলামের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ব্যাংকের তথ্যানুযায়ী, এ ঋণের বিপরীতে বন্ধক রাখা হয়েছে এস আলম গ্রুপের ১৮৬০ শতাংশ জমি, যার বাজারমূল্য ৩৫৮ কোটি টাকা। এ দাম পাওনা টাকার পাঁচ ভাগের মাত্র এক ভাগ। এ সম্পত্তির নিলাম থেকে খেলাপি ঋণ পুরোপুরি আদায় করা সম্ভব নয়। বাকি টাকা আদায়ে আরও আইনি পদক্ষেপের প্রয়োজন হতে পারে।
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-এর ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা না মেনে অতিরিক্ত ঋণ নিয়েছে।
এস আলম গ্রুপের তথ্যানুযায়ী, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন শিল্প কাঁচামাল, বাণিজ্যিক পণ্য এবং নির্মাণ সামগ্রীর ব্যবসায় জড়িত ছিল।
প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে সাধারণ বিমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম কর্পোরেট শাখা থেকে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন প্রাথমিকভাবে ৬৫০ কোটি ঋণ নেয়।
এ ঋণ ২০২১ সাল পর্যন্ত সুদে আসলে মোট এক হাজার ৭০ কোটি ৬৫ লাখ টাকায় পৌঁছেছে। এর মধ্যে ৬১৭.৪৭ কোটি টাকা পিএডি (পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট), ২২৩.১৮ কোটি টাকা এলটিআর (ট্রাস্ট রিসিপ্ট) ঋণ এবং ২২৯.৯৯ কোটি টাকা সিসি হাইপো ঋণ। সুদাসল মিলিয়ে ঋণের পরিমাণ ২০২৪ সালের সেপ্টেম্বরে এক হাজার ৮৫০ কোটি টাকায় উন্নীত হয়েছে।
তানজিলা