বাটা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু’র পরিচালনা পর্ষদ কোম্পানিটির ২০২৪ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় অর্জিত মুনাফার থেকে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে মুনাফার অতিরিক্ত লভ্যাংশ রিজার্ভ থেকে দেওয়া হবে।
কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি ১৭.৮১ টাকা হিসেবে ২৪ কোটি ৩৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ ৩৪০ শতাংশ বা শেয়ারপ্রতি ৩৪ টাকা হিসাবে মোট ৪৬ কোটি ৫১ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ২২ কোটি ১৫ লাখ টাকার লভ্যাংশ রিজার্ভ থেকে দেওয়া হবে।
বাটা সু’র আগের বছরের তুলনায় ২০২৪ সালের ৯ মাসে ৪৭% মুনাফা কমেছে। এ কোম্পানিটির ২০২৩ সালের ৯ মাসের ৩০.৮৮ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪ সালের ৯ মাসে হয়েছে ১৬.৩৭ টাকা।
উল্লেখ্য, ১৩ কোটি ৬৮ লাখ টাকা পরিশোধিত বাটা সু’তে ৩১১ কোটি ৮৭ লাখ টাকার রিজার্ভ ও সারপ্লাস রয়েছে। এ কোম্পানিটির বুধবার (৩০ অক্টোবর) শেয়ার দর দাঁড়িয়েছে ৯৪৭.৭০ টাকা।
টুম্পা