ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১

তিন মাসে এক্সিম ব্যাংকের লোকসান ৫৬৬ কোটি টাকা

প্রকাশিত: ১৬:১৮, ২৮ অক্টোবর ২০২৪

তিন মাসে এক্সিম ব্যাংকের লোকসান ৫৬৬ কোটি টাকা

এক্সিম ব্যাংক।

আমানত কমে যাওয়ায় গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যস্ত এক্সিম ব্যাংকের লোকসান হয়েছে ৫৬৬ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, এক্সিম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে তিন টাকা ৯১ পয়সা। এটি আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা।

এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ৬ মিনিট পর্যন্ত এক্সিম ব্যাংকের শেয়ারের দাম নয় দশমিক ৬৪ শতাংশ কমে সাড়ে সাত টাকায় নেমে আসে। আয় কমে যাওয়ার জন্য বিনিয়োগের শর্ত বাড়িয়ে দেওয়াকে দায়ী করছে ব্যাংকটি।

নগদ অর্থ কমে যাওয়ায় এক্সিম ব্যাংকের সমস্যা আরও জটিল হয়েছে। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৬ টাকা ৬২ পয়সায় নেতিবাচক নিবন্ধন করেছে। মূলত গ্রাহকপ্রতি ব্যাংকের খরচ বেড়ে যাওয়া ও আমানত কমে যাওয়ায় এনওসিএফপিএস নেতিবাচক হয়েছিল।

এম হাসান

×