ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

লেনদেন কমে তিনশ’ কোটিতে নেমেছে

টানা পতনে শেয়ারবাজারের সূচক চার মাসে সর্বনিম্ন

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫৮, ২০ অক্টোবর ২০২৪

টানা পতনে শেয়ারবাজারের সূচক চার মাসে সর্বনিম্ন

টানা পতনে শেয়ারবাজারের সূচক সর্বনিম্ন

শেখ হাসিনার পতনের পর শেয়ারবাজারে ইতিবাচক কোনো প্রভাব পড়েনি। উল্টো যেন আরও নিচের দিকে নেমে যাচ্ছে শেয়ারবাজারের সূচক। কার্যত আগের চেয়ে বাজারের অবস্থা নাজুক হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় রবিবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বড় দরপতন ঘটেছে। ফলে চার মাসের মাঝে সর্বনিম্ন অবস্থানে প্রধান সূচক ‘ডিএসইএক্স’। কমেছে ৩৪৮ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। উদ্ভূত পরিস্থিতিতে বিনিয়োগকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ  ইউনূসকে স্মারকলিপি প্রদান করেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায় সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে ডিএসই। তবে গতদিনের তুলনায় কিছুটা বেড়েছে লেনদেন। সকালে সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হলেও ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মাঝে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩৪ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৬ পয়েন্টে।
ডিএসইতে মোট ৩৬২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ৩৪৬টির। অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের বাজারদর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭১ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৯ পয়েন্টে।
সিএসইতে ২৩০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ১৮১টির এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটের সূচক ‘ডিএসএমইএক্স’ ৪৭ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬ পয়েন্টে। ডিএসই এসএমই প্ল্যাটফর্মে এ দিন ১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ০৬টির দর বেড়েছে, কমেছে ১৩ টির। এসএমইতে আজ ৩ কোটি ২৫ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

×